Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়লেন ইবির র‍্যাগিংয়ে অভিযুক্তরা

ইবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৩

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট হলে অভিযুক্ত দুই ছাত্রীকে তদন্ত চলাকালীন ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস ছেড়েছেন তারা। দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীকে সাংগঠনিক সব ধরণের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘হাইকোর্টের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক নির্দেশে অভিযুক্তদের হল ছাড়ার নির্দেশ দিয়েছি। তারা সন্ধ্যার পর হল ছেড়ে চলে গেছেন।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘তদন্ত প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত ওই ছাত্রলীগ নেত্রী কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব।’

ভূক্তভোগী ছাত্রী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না কবে মামলা করা হবে।’

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় র‍্যাগিং