টিন দিয়ে ঘিরে কাটছিল পাহাড়, ‘কাউন্সিলরের অনুসারী’সহ গ্রেফতার ৮
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে টিনের ঘেরা দিয়ে পাহাড় কাটার সময় হাতেনাতে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলরের অনুসারী হিসেবে পরিচিত এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকা সংলগ্ন গ্যাস লাইন এলাকায় পাহাড় কাটার সময় অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার ৮ জন হল- আনোয়ার আজিম রাজু (৩৪), এরশাদ হোসেন (৫২), মো. ইউসুফ (২৯), মো. বাবুল (৫০), রফিকুল ইসলাম (৩৮), আরমান উদ্দিন (১৯), জহির উদ্দিন (৪১) ও নুরুল ইসলাম (৩৫)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘প্রায় দুই একর পাহাড়ি জায়গা টিন দিয়ে ঘেরা দিয়ে কাটা হচ্ছিল। কিন্তু পাহার কাটার জন্য তাদের কাছে কোনো অনুমতিপত্র ছিল না। আমরা অভিযান চালিয়ে হাতেনাতে আটজনকে বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করি। আরও ৪-৫ জন পাহাড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়। আজিম ও এরশাদ পাহাড় কাটার মূল হোতা। তাদের নির্দেশে অন্যরা ভবন তৈরির জন্য পাহাড় কেটে সমান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’
আনোয়ার আজিম রাজু চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। কাউন্সিলর জসিম নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের আজিম পাহাড়ি ভূমি সে ও তার শ্যালক এরশাদের মালিকানাধীন বলে দাবি করে। বাস্তবে ভূমির মালিকানা সংক্রান্ত কোনো নথিপত্র তারা পুলিশকে দেখাতে পারেনি। ব্যক্তি মালিানাধীন ভূমি হলেও পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদফতরসহ বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদনের প্রয়োজন আছে। তারা কোনো ধরনের অনুমোদন না নিয়েই প্রভাব দেখিয়ে পাহাড় কাটছিল।
কাউন্সিলর জসিমের বিরুদ্ধেও উত্তর পাহাড়তলীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ আছে। গত বছরের ১০ অক্টোবর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পরিবেশ অধিদফতর।
গত ১১ ফেব্রুয়ারি নগরীর আকবর শাহ থানার বেলতলীঘোনা এলাকায় জেলা প্রশাসনের একটি টিম অভিযানে গিয়ে তার বিরুদ্ধে পাহাড় কেটে সড়ক নির্মাণের অভিযোগ পায়।
সারাবাংলা/আরডি/একে