রূপনা চাকমার ঘরের চাবি হস্তান্তর
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১
রাঙ্গামাটি: নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ানের শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমার জন্য দেওয়া বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রূপনা মা কালাসোনা চাকমার হাতে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই চাবি হস্তান্তর করা হয়। নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা কালাসোনা চাকমা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেওয়া সেমি পাঁকা বসতঘরটিতে ৩টি বেডরুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন ও ওয়াশরুম রয়েছে।’
এ বিষয়ে ডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) বসতঘরটি রূপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী ঘরের উদ্বোধন করবেন।’
এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ দেওয়ান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া, থানার ওসি সুজন হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, জেলা স্কাউট নেতা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস