Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩

নেত্রকোনা: জেলার মদন উপজেলায় ওরস দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৬ ফেরুয়ারি) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান। তিনি বলেন, গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় চারটার দিকে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রাজ্জত আলীর ছেলে আদম আলী (৩২) ও একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌর সদরের মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক ওরস মাহফিল চলছে। গতকাল বুধবার ওরসের দ্বিতীয় দিন জগন্নাথপুর গ্রামের ৬/৭ জন কৃষি শ্রমিক হেনট্রলি গাড়িযোগে ওরসে যান। সারারাত গান শুনে প্রায় চারটার দিকে বাড়ির দিকে রওনা হন তারা। পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া নিহত হয়। এ সময় পথচারীরা আরও দুইজনকে উদ্ধার করে মদন হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নেত্রকোনা মদন উপজেলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর