‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা’
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৭
সিলেট: ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা সুসম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সেশন ২০২১-২২ ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আবদুল মোমেন বলেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ কভিড ম্যানেজমেন্টে এশিয়ায় প্রথম, জিডিপি ৬ দশমিক ৯ শতাংশ— এটা মিরাকেল। এখানে নতুন নতুন সম্ভাবনা রয়েছে, এর সঙ্গে তারা সম্পৃক্ত হতে চায়।’
তিনি বলেন, ‘উন্নত বিশ্বের বিভিন্ন দেশ মনে করে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা, সাউথ কোরিয়া বলছে দেশের ধারাবাহিক উন্নয়ন হয়েছে। পাশাপাশি বেড়েছে নানা সুযোগ-সুবিধা।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গত কয়েকমাস ধরে আমেরিকানদের নিয়মিত আসা যাওয়া ছিল। তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসছেন সম্পর্ক উন্নয়নের জন্য। তারাও আমাদের দাওয়াত দিয়েছেন, তাদের দেশে গিয়ে নেতাদের সঙ্গে আলাপ করার জন্য। আমরা সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছি, আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে।’
রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকা সব ধরনের সাহায্য করে যাবে বলে তাদের প্রতিনিধিরা জানিয়েছে। অনেককে (রোহিঙ্গা) আমেরিকা ও কানাডা নিচ্ছে। আমাদের প্রধান টার্গেট রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যায়।’
আমেরিকা জানিয়েছে র্যাব ভালো কাজ করছে উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। স্যাংশন একটা লিটল থিং।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জামাল উদ্দিন ভুঁঞা ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
সারাবাংলা/এনএস