Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ভূমিকম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১২

সিলেট: সিলেটে ৪.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মেঘালয়।

আবহাওয়া অধিফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। এতে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।’

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪.৮ কিলোমিটার।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও

ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর