ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫
বাগেরহাট: বাগেরহাটের রামপালে কয়লা সংকটে প্রায় একমাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩ মিনিটে কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। পর্যায়ক্রমে এটি বাড়িয়ে প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াটে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মূলত কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি চালু করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি একটি কয়লাবাহী জাহাজ ৩০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার টন কয়লা নিয়ে আরেকটি কয়লাবাহী জাহাজ এসে পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৭ ডিসেম্বর রাতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে। এর ২৭ দিনের মাথায় কয়লা সংকটের কারণে গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। রাজধানীর বিদ্যুৎ সংকট দূর করতে গত ১৭ ডিসেম্বর রাত থেকে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এলসি জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হওয়ায় কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। কেন্দ্রটিতে কয়লা মজুদের সক্ষমতা রয়েছে তিন মাসের।
নিয়ম অনুযায়ী, এক মাসের কয়লা মজুদ রাখার বাধ্যবাধকতা থাকলেও উৎপাদন বন্ধ হওয়ার আগে কেন্দ্রটিতে কয়লার কোনো মজুদ ছিল না।
সারাবাংলা/ইআ