Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল ইকোনোমিক জোনে বিনিয়োগে আমেরিকার প্রতি অনুরোধ মোমেনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০১

ঢাকা: বাংলাদেশে নতুন ১০০ স্পেশাল ইকোনোমিক জোন হচ্ছে। সেসব জোনে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা ডেরেক এইচ শোলেট। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকা আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর। সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমাদের গার্মেন্টস থেকে তারা প্রায় নয় বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে। আমরা এটা আরও উপরের দিকে নিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘সম্পর্ক আরও ভালো ও শক্তিশালী করতে মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট বাংলাদেশ সফরে এসেছেন। আমরা সামনে ভালো দিনের অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, ‘শোলেট এসেছেন আমাদের দু’দেশের সম্পর্ককে আরও ভালো করার জন্য, শক্তিশালী করার জন্য। গত ৫০ বছরে আমাদের সম্পর্ক ভালো হয়েছে। কিন্তু এই সম্পকর্কে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই। সামনে আরও অগ্রসর করতে চাই। সলিডিফাই করতে চাই।’

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মোমেন। তিনি বলেন, ‘আমাদের আলাপ হয়েছে রোহিঙ্গা নিয়ে। প্রথম দিন থেকে তারা রোহিঙ্গা বিষয়ে আমাদের সাহায্য করছে এবং করে যাচ্ছে। একক দেশ হিসেবে তারা মানবিক সহায়তায় রোহিঙ্গাদের জন্য গ্রেটেস্ট কন্ট্রিবিউটর।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারাও আমাদের সঙ্গে একমত যে, রোহিঙ্গাদের জীবনমান আরও উন্নত করতে হবে, তাদের হৃদয়ে একটা হোপ দিতে হবে। তারা আমাদের সঙ্গে আছে। আমাদের আলোচনা খুব ভালো হয়েছে। আমরা খুব খুশি তারা এসেছেন।’

বিজ্ঞাপন

এদিন সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন শোলেট। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ডেরেক এইচ শোলেট।

উল্লেখ্য, দুই দিনের সফরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন শোলেট। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সফরের শুরুতে আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় শোলেট ঢাকা ছেড়ে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসবি/পিটিএম

পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর