Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাবাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দূত জাং সুং মিন।

ঢাকা: বাংলাদেশে আরও বিনিয়োগ করতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিকে বাংলাদেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দূত এবং ভবিষ্যৎ কৌশল বিষয়ক সিনিয়র সচিব জাং সুং মিন’র সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিপুল সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার পর থেকেই দক্ষিণ কোরিয়া বিশেষ করে টেক্সটাইল ও অবকাঠামো খাতে সহযোগিতা করে আসছে।’

দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন প্রসঙ্গে জাং সুং মিন বলেন, ‘আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দক্ষিণ কোরিয়া। আগামী দিনে এই সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী হবে।’

১৯৭২ সালের ১২ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় দক্ষিণ কোরিয়া। যার মধ্য দিয়ে ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দূত বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান।
জাং সুং মিন বলেন, পরিদর্শনের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের কথা জানতে পেরে ‘মুগ্ধ ও আপ্লুত’ হয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কোরিয়ার প্রেসিডেন্টের দূত। কোরিয়ার প্রেসিডেন্টকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

দক্ষিণ কোরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর