Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪

ঢাকা: কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দেশটির ডান্ডাস স্ট্রিট ওয়েস্টের ৪২৭ নম্বর মহাসড়কের দক্ষিণমুখী র‍্যাম্পে সড়ক দুর্ঘটনায় ওই তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিসি।

বিজ্ঞাপন

দেশটির পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দু’জনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। এ ঘটনায় তদন্ত চলছে।

কানাডার সংবাদমাধ্যমটি জানায়, ইতিমধ্যেই চারজনের পরিবারকে জানানো হয়েছে। টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের ওই এলাকায় ডাকা হয়। তাদের বলা হয়েছে, একটি গাড়ি উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিহত তিন শিক্ষার্থী হলেন— শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের কোনো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় তারা টরন্টোয় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনএস

কানাডা বাংলাদেশি শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর