প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪০
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪০
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ডেরেক শোলে। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে প্রাতরাশ বৈঠকে বসবেন। তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের।
সারাবাংলা/এনআর/আইই