Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫১

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামে সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত দুই শ্রমিক হলেন- মো. বাদশা (২৭) ও মো. ইয়াছিন (২৬)।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্কে নেমে দু’জনের অসু্স্থ হওয়ার খবর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পায় ফায়ার সার্ভিস।

হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মুমুর্ষু অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদের উপজেলার ফতেয়াবাদে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস অসু্স্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাঙ্ক