Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক টিকেট কাউন্টারের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) টিকেট কাউন্টারের পিছন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে টিকেট কাউন্টারের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, ‘বিকেল ৩টার দিকে কাউন্টারের পিছনের আম গাছের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখি। পরে শাহবাগ থানায় বিষয়টি অবহিত করা হয়।’

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, ঘটনাস্থলে এসে এক ব্যক্তির মরদেহ দেখতে পাই। ওই ব্যক্তির বয়স ৫০ বছর হবে। হাসপাতালের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে ওই ব্যক্তিকে দেখতে পান তারা। ভবঘুরে প্রকৃতির ছিলেন তিনি।

তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

অজ্ঞাত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর