Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা পৌর মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬

হাইকোর্ট

ঢাকা: সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

গত ৬ ফেব্রুয়ারি তাজকিন আহমেদ চিশতীকে সামিয়ক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র চিশতীর নামে ২০২২ সালের ২৪ ডিসেম্বরে ৫১ নম্বর এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর নম্বর- ৯৬২/২০২২ মামলা হয়।

এর মধ্যে জিআর মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ কারণে তাকে মেয়র পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে মেয়র চিশতীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে পাঠ‌িয়েছেন আদালত। তিনি পৌর বিএনপির কমিটির সদস্য সচিব পদে রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আদেশ স্থগিত হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর