Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক। তার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিকাশ ঘটছে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি বস্ত্রখাতের সব অংশীজন, বস্ত্র প্রস্তুতকারক, শ্রমিক, উৎপাদন ও বস্তু বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আনন্দিত করেছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে হয়ে জাতীয় বস্ত্র দিবস-২০২৩ উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘করোনা মহামারির সময়ে আপনি (প্রধানমন্ত্রী) বস্ত্রখাতসহ সব ব্যবসায়িদের মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছিলেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্পপ্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে সাহসী সিদ্ধান্ত নেন, ফলে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় বস্ত্রখাত রফতানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে সমর্থ হয়েছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘দেশের প্রধান রফতানিখাত বস্ত্রশিল্পে বিদেশি জনবলের নির্ভরতা কমিয়ে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে চাচ্ছে সরকার। সেজন্য এ শিল্পে ফ্লোর, মধ্যম ও নির্বাহী পর্যায়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি করতে সারাদেশে বিভিন্ন ধরনের বস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘বস্ত্র অধিদফতর সরকারি পর্যায়ে ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, ১১টি টেক্সটাইল ইন্সটিটিউট এবং ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মাধ্যমে স্বল্প খরচে বস্ত্র খাতের জন্য দক্ষ শ্রমিক, সুপারভাইজর, ডিপ্লোমা প্রযুক্তিবিদ সর্বোপরি স্নাতক পর্যায়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি বস্ত্র শিল্প খাতে সরবরাহ করছে। এছাড়াও কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনবলের বৈদেশিক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁতশিল্পের মান উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নত বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছেন!’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বস্ত্রখাত দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এই খাতের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বস্ত্রখাতের অংশীজনদের সব ধরনের নীতিগত সহায়তা নিয়ে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’

তিনি বলেন, “পদ্মা সেতুকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পদ্মা সেতুর লাগোয়া মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ১২০ একর জমির উপর ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ স্থাপনের কাজ চলছে। পুনরুদ্ধার করা বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঢাকাই মসলিন বৃহৎ পরিসরে বাণিজ্যিক রূপদানের জন্য ‘ঢাকাই মসলিন হাউস’ স্থাপন করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে মসলিনের স্বকীয়তা ঠিক রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে কাজ চলমান রয়েছে। দেশের প্রান্তিক তাঁতিদের মধ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে ঋণ সহায়তাসহ অন্য প্রণোদনা অব্যাহত রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. শহীদউল্লাহ আজিম।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্রশিল্প শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর