Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫২

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। ইসলামী ব্যাংকের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন রাষ্ট্রপতি আগামী ২৪ এপ্রিল থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য ২০১৭ সালের জুনে মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক পদে দায়িত্ব নেন। পরে তিনি ইসলামি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

ব্যাংকটির চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে বর্তমানে পরিচালক রয়েছেন ১৬ জন। বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান।

সারাাবাংলা/জিএস/একে

ইসলামী ব্যাংক টপ নিউজ মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর