Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনি হায়দারের ‘রক্তাক্ত গ্লাসের গল্প’ বইমেলায়

সারাবাংলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২২

ঘৃণা আর প্রতারণার পাথরে বেঁচে থাকে জটিল ব্যাকরণ। বিস্ময়কর, তবু বেঁচে আছি। আমি একা? না, সঙ্গে কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষের সঙ্গে বাস করছে অস্তিত্বহীন প্রাণময় এক যাদুর বাক্স- গল্প। কোথায় কখন কার করোটির খোপে জন্ম নেবে গল্প- অনুমান করা কঠিন।

হ্যাঁ গল্প জন্মের অনুমান কঠিন হলেও হাজারো আখ্যান জন্ম নেয় গল্পকারের জন্য। সেইসব আখ্যানের সম্মিলিত সংকলন মনি হায়দায়দারে ‘রক্তাক্ত গ্লাসের গল্প’। ১৮টি গল্প নিয়ে সাজানো সংকলনটি অমর একুশে বইমেলায় এনেছে অনার্য। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সংকলনটির দাম ৬০০ টাকা।

বিজ্ঞাপন

সংকলনটি নিয়ে মনি হায়দার বলেন, ‘কোথাও কেউ অপেক্ষায় নেই গল্পের জন্য। কিন্তু গল্প আসে পাপ থেকে, লাবণ্য থেকে, ঘৃণা থেকে, প্রেম থেকে, মিথ্যা থেকে, প্রতারণার রঙিন ফুল থেকে, কেউটে সাপের চুম্বন থেকে, জলের ঘূর্ণি থেকে, রাজনীতির রক্ত থেকে, পরকীয়ার সুখ থেকে, স্বপ্ন আত্মসাতের লেলিহান জিহ্বা থেকে, বাস্তচ্যুত নারীর কোমল আলিঙ্গন থেকে, কৃষকের লাঙলের ফলা থেকে, ধীবরের কেড়ে নেয়া জাল ও জলার হাহাকার থেকে, বেশ্যার ছলচাতুরির ছলা থেকে, শূন্য নদীর গোয়াল থেকে- গল্প আসেই।’

তিনি আরও বলেন, ‘রক্তাক্ত গ্লাসের গল্প- রক্ত পান করতে করতে, জল্লাদের সঙ্গে হাসতে হাসতে, ধাবমান অশ্বের বিরুদ্ধে দৌড়াতে দৌড়াতে, বড়শিতে বিদ্ধ মাছের মতো ঝুলতে ঝুলতে গল্পগুলো নিজেরাই হয়ে গেছে উড়ন্ত ঝাঁক ঝাঁক কাক।

গল্পকার বলেন, ‘মূলত মানুষের মুখোশের আড়ালে রক্ত লোলুপতার নতুন আখ্যানে গল্পগুলো লেখা। যা পাঠককে নতুন ভাবনার খোরাক জোগাবে।’

সারাবাংলা/পিটিএম

বইমেলা ২০২৩ মনি হায়দার রক্তাক্ত গ্লাসের গল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর