নতুন রাষ্ট্রপতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো আগ্রহ নেই
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭
ঢাকা: সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম ঘোষণা এবং বিকেলে গেজেট প্রকাশের পর বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।
দেশের ২২তম রাষ্ট্রপতিকে বিএনপির কোনো আগ্রহ নেই। বিরোধী জোট এবং জোটের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলও নতুন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের ব্যাপারে বাড়তি কোনো আগ্রহ দেখাচ্ছে না। তবে রাষ্ট্রের অভিভাবক হিসেবে নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল ভূমিকা এবং ইনসাফপূর্ণ আচরণ প্রত্যাশা করছেন কোনো কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী হচ্ছে, তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এই সরকার কী করছে, না করছে, এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন- এসব হলো আমাদের মূল ইস্যু। অন্য কোনো বিষয় নিয়ে আমরা আগ্রহী নই।’
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (ড.) অলি আহমেদ বীরবিক্রম সারাবাংলাকে বলেন, ‘জেলা ছাত্র লীগের সাবেক এক সভাপতিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। তিনি আওয়ামী লীগের নিজের লোক। ছাত্র লীগের সাবেক এক সভাপতির কাছে আমাদের কোনোকিছু চাওয়া নেই, কোনো প্রত্যাশা নেই। এটা নিয়ে আমাদের কোনো আগ্রহও নেই।’
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া সারাবাংলাকে বলেন, ‘এটা দলীয় চয়েজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা চেয়েছেন, সেটাই হয়েছে। আর এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এটাই হওয়ার কথা ছিল। তবে যিনি রাষ্ট্রপতি হিসেবে আজ নির্বাচিত হলেন, তিনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। ওই ব্যাংকের অবস্থা এখন ভীষণ খারাপ। এ থেকে বোঝা যায়, ওখানে (ব্যাংকে) উনি উনার দায়িত্ব ঠিক মতো পালন করেননি। আমরা আশা করবো এখানে (রাষ্ট্রপতি পদে) একটু ভালোভাবে কাজ করবেন। তাতে জাতি উপকৃত হবে।’
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সারাবাংলাকে বলেন, ‘এ ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া না দেওয়া সমান। দেশ চলছে একটা অনির্বাচিত সরকার ও এক ব্যক্তির খেয়াল-খুশিতে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে সংসদে। কিন্তু এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে, নিজেদের পছন্দের প্রার্থীকেও প্রত্যক্ষ ভোটে জিতিয়ে আনতে পারল না ক্ষমতাসীন দল। সেই বিনা ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হলেন একজন।’
‘তারপরও সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির পদটাকে আমরা সম্মান জানাই। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি যেন এই পদের মর্যাদা রক্ষা করেন, ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেন’- বলেন গাজী আতাউর রহমান।
সারাবাংলা/এজেড/ইআ
২২তম রাষ্ট্রপতি টপ নিউজ ড. অলি আহমেদ বীর বিক্রম ড. খন্দকার মোশাররফ হোসেন ড. রেজা কিবরিয়া মাওলানা গাজী আতাউর রহমান মো. সাহাবুদ্দিন