Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৬

ঢাকা: ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেত্রী বাবলী আক্তারসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আদালত সূত্রে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি জানা যায়।

এর আগে, ৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

চার্জশিটের অপর আসামিরা হলেন- মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. মোর্শেদ আলী।

তবে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় গরু চোর শহীদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। এরপর মামলাটির তদন্ত করে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়।

জানা যায়, আসামি বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ সহ-সভাপতি। এ ছাড়া বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সারাবাংলা/এআই/ইআ

গরু চুরির মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর