‘রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ভূমিকা রাখলেই আমরা খুশি’
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৯
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতি নিরপেক্ষতার জায়গায় আছেন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যে ভূমিকা রাখার কথা সেটা রাখলে আমরা খুশি। আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন, সে দায়িত্বের আওতায় তার যা করণীয় সেটা তিনি করবেন।’
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, সিইসি কাজী হাবিবুল আউয়াল দেশের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করেন।
বিএনপির অভিযোগ তিনি (মো. সাহাবুদ্দিন) আওয়ামী লীগের রাষ্ট্রপতি হলেন জনগণের রাষ্ট্রপতি না?— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন। কার্যক্রমে ইয়েসউদ্দিন। আমরা মুক্তিযুদ্ধবিরোধী স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তির প্রতিনিধিকে মনোনয়ন দেইনি। টেরোরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কাউকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেইনি। আমরা একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তি; যার ক্যারিয়ার গোটা জীবনটাই হলো বর্ণাঢ্য, তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। নির্বাচন কমিশন যাকে আজ রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠভাবে শেষ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার জন্য নিবর্বাচন কমিশনকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের।
আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে তাদের আগ্রহ থাকবে না, কারণ বাংলাদেশের সংবিধানে বাংলাদেশে গণতেন্ত্র তাদের আগ্রহে নাই। গণতন্ত্র আর সংবিধান যদি আগ্রহ না থাকে। কাজে এ নিয়ে আমরা অবাক হই না। বিএনপি এমনই বলবে, এটাই তাদের মুখে শোভা পাবে, সেটা আমরা আগেও ভেবেছিলাম, এখনও ভাবি।’
বিএনপি ছাড়া আগামীতে ভোট হবে কি না তার জবাবে কাদের বলেন, ‘সেকথা তাদের কেন জিজ্ঞেস করেন না। সেই কথাটা যে ইলেকশন করবে, তাকে জিজ্ঞেস করেন। আমরা পরিস্কার বলতে চাই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। কাজেই বিএনপির মতো দল নির্বাচনে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।’
নির্বাচনে রাষ্ট্রপতির ভূমিকা কেমন থাকবে বলে মনে করেন তার জবাবে তিনি বলেন, ‘যেভাবে থাকে সেভাবেই থাকবে। আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন সে দায়িত্বের আওতায় তার যা করণীয় সেটা তিনি করবেন।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইয়েসউদ্দিনের কি ভূমিকা ছিল? দেশকে অবৈধপথে নেওয়া। ৩ মাসের জরুরি অবস্থাকে দু’বছরে নিয়ে ঠেকানো। তারপরে যিনি রাষ্ট্রপতি তিনিই প্রধান উপদেষ্টা। এই ইতিহাস তো আমরা জানি? রাষ্ট্রপতির ভূমিকা আছে কি নেই? সেটা কিসের উপর নির্ভর করে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এটা তো বলেননি কেউ? তখন বিএনপি তো বলেননি।’
তিনি আরও বলেন, ‘আমরা সংবিধানে বিশ্বাস করি। বাংলাদেশের একটা সংবিধান আছে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এখানে যদি তারা না আসে, আসাটা তাদের সুযোগ নয়, অধিকার।’
রাজনৈতিক সংলাপের প্রয়োজন আছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি তাদের সংলাপে ডেকেছিলেন। তারা যাননি। নির্বাচন কমিশনার পরপর দুই বার তাদের সংলাপে ডেকেছিলেন। তারা কিন্তু সংলাপে অংশ নেননি। কাজেই সংলাপে তো তারা বিশ্বাস করে না। হলে তারা নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে অংশ নিতেন।‘
রাষ্ট্রপতি তো সাংবিধানিক নিরপেক্ষ পদ এক্ষেত্রে আগামী নির্বাচনে তার ভূমিকা কি হতে পারে বলে মনে করেন? এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি নিরপেক্ষতার জায়গায় আছেন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যে ভূমিকা রাখার কথা সেটা রাখলে আমরা খুশি।’
এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জিএস/এনআর/এমও