Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিনকার্ডের নকশা বদলাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১২

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাছে ‘সোনার হরিণ’ নামে খ্যাত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিনকার্ড) এর নকশা বদলানো হয়েছে। একইসঙ্গে নকশা বদলানো হয়েছে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট।

গত ৩০ জানুয়ারি থেকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের গ্রিনকার্ড সরবরাহ করতে শুরু করেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এই খবর জানিয়েছে।

নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিনকার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। দেখতেও আগের গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।

ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ বলেছেন, ‘ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সির স্টকে থাকা পুরনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিট পুরনো কার্ডেই ইস্যু হচ্ছে।’

সারাবাংলা/এমও

গ্রিনকার্ড পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর