Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির ১৯৫টি আসন ফাঁকা, ১২তম মেধাতালিকা প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৬

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১তম মেধাতালিকা থেকে ২৮৬ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে ১৯৫ আসন ফাঁকা থাকায় ১২তম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ১৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে ৮ ও ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১২তম মেধাতালিকায় মোট ১৯৫ জন ভর্তিচ্ছু বিষয় পেয়েছেন। যার মধ্যে ‘এ’ ইউনিটে ১৪৯ জন, ‘বি’ ইউনিটে ৩১ জন ও ‘সি’ ইউনিটে ১৫ জন। তিন ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৮ হাজার ৮৪৬, ৩ হাজার ১৮৫ ও ২ হাজার ২১৯। নতুন বিষয়প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে শেষ করতে হবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

সারাবাংলা/এমও

আসন ইসলামী বিশ্ববিদ্যালয় মেধাতালিকা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর