Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্দমনীয় যোগ্য লোককে রাষ্ট্রপতি মনোনীত করেছেন বঙ্গবন্ধুকন্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকার চমকই দিয়েছেন। শেষ মুহূর্তে এসে দেখা গেল ক্যামেরায় ফুটে উঠল দুর্দমনীয় একজন ত্যাগী, দক্ষ ও সংগ্রামী মানুষ। একজন ভালো ও যোগ্য মানুষকে আমাদের নেত্রী মনোনীত করেছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর খিলগাঁও তালতলা মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘আজ বাংলাদেশ একজন মহামান্য রাষ্ট্রপতির পদধ্বনি শুনতে পাচ্ছে। আগের জন হামিদ সাহেব চমৎকার চালিয়েছেন। ২৩ এপ্রিলের পর তার আর সময় নেই। আর আমাদের সংবিধানে আছে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি থাকতে পারে না। সে কারণে তিনি বিদায় নিচ্ছেন। ১০ মিনিট আগেও কেউ জানে না, কে হবেন নতুন রাষ্ট্রপতি। কতজন আমাকেও রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল ক্যামেরায় ফুটে উঠল দুর্দমনীয় একজন ত্যাগী, দক্ষ ও সংগ্রামী মানুষ।’

তিনি আরও বলেন, ‘জেলে তিন বছর নির্যাতন সহ্য করেছেন। দায়রা সিনিয়র জজ ছিলেন। তিনি দুদকের কমিশনার ছিলেন। ছাত্রলীগের পাবনা জেলার সভাপতি ছিলেন। যুবলীগের সভাপতি ছিলেন পাবনা জেলার। বিশাল বর্ণাঢ্য ক্যারিয়ার তার। তার স্ত্রীও একজন প্রফেসর। একজন ভালো ও যোগ্য মানুষকে আমাদের নেত্রী মনোনীত করেছেন।’

বিএনপিকে নিয়ে ওতে ভাবনার দরকার নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল ইউনিয়ন পর্যায়ে সারাদেশে বিএনপির পদযাত্রা হয়েছে। পদযাত্রায় দেখলাম ফের আগুন সন্ত্রাস। সিরাজগঞ্জের পাইকপাড়ায় ১৭/১৮টা মোটরসাইকেল কারা পোড়াল? এরা হল বিএনপির ক্যাডার। এরাই হল অগ্নিসন্ত্রাসী। অগ্নিসন্ত্রাসীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা ফিরিয়ে নিতে পারি না। এই বিএনপি অগ্নিসন্ত্রাসের ঠিকানা। সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। এই বিএনপি জঙ্গিবাদের ঠিকানা।’

বিজ্ঞাপন

খেলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ডিসেম্বরে নির্বাচনে হবে। খালি মাঠে গোল দিতে চাই না। এখনও বলছি, জনগণই পারে পরিবর্তন করতে। হাঁক-ডাক দিয়ে পরিবর্তন হয় না। ১০ ডিসেম্বরে এত আওয়াজ ও লালকার্ড কোথায় গেল? এখন মাঝে মাঝে মনে হয় পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে।’

তিরি আরও বলেন, ‘এত লাফালাফি করছে, পতনটা নিজেদেরই হবে। অপেক্ষ করুন। ধৈর্য ধরুন। আগামী নির্বাচন পর্যন্ত কর্মসূচি আমার করে যাব। পাল্টাপাল্টি নয়, আমরা আগামী এক বছরের কর্মসূচি ঘোষণা করেছি। কখনো শান্তি সমাবেশ, কখনো সমাবেশ, কখনো গণসংযোগ, কখনো সদস্য সংগ্রহ- এই সব আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর