কোয়ালিফায়ারে সিলেটকে ১২৫ রানেই আটকে রাখল কুমিল্লা
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬
জিতলেই ফাইনাল, এমন সমীকরণে খেলতে নেমে ব্যাটিংটা একদমই ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। নবম বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১২৫ রানেই গুটিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট।
বিপিএলের পুরো লিগ পর্বে দুর্দান্ত ব্যাটিং করেছে সিলেটের টপ অর্ডার। কিন্তু আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেনি খুলনার তারুণ্যনির্ভর ব্যাটিং লাইনআপ।
রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সিলেটের শুরুটা হয়েছে একদমই যাচ্ছে-তা। শফিকুল্লাহ গাফারির সঙ্গে দলীয় ১৬ রাানের মাথায় ফিরে যান দুর্দান্ত ফর্মে থাকা তৌহিদ হৃদয়, জাকির হাসানও। এরপর পাঁচে নেমে পরেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা ভেস্তে দিতেই হয়তো মাশরাফির আগাম আগমন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক দারুণ কার্যকরী একটা ইনিংস খেলেছেনও। ২টি করে চার ছয়ে ১৭ বলে ২৬ রান করেছেন মাশরাফি। ছয়ে নেমে মুশফিকুর রহিম ভালো খেলতে খেলতেই ফিরে যান ২২ বলে ২৯ রান করে। তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল, মোস্তাফিজুর রহমান, সুনীল নারিনদের নিয়ে গড়া কুমিল্লার দাপুটে বোলিং আক্রমণের বিপক্ষে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বড় স্কোর গড়তে পারেনি সিলেট।
১৭.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গেছে সিলেট। ২৯ বলে ৪টি চার ১টি ছয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। কুমিল্লার হয়ে তানভির ইসলাম ৪ ওভারে ৩০ রান খরচায় দুই উইকেট নিয়েছেন। ৩ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। সুনীল নারিন মাত্র ১টি উইকেট পেলেও ৩.১ ওভারে রান খরচ করেছেন মাত্র ৮।
সারাবাংলা/এসএইচএস/পিটিএম