নারী সাংবাদিককে ‘নগ্ন করে’ পেটানোর হুমকি কাউন্সিলরের
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার এক কাউন্সিলর এক নারী সাংবাদিককে ‘নগ্ন করে’ পেটানোর হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছের আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় সংবাদকর্মী কাজী আয়েশা ফারজানা। হুমকির পর তাকে ফের মীমাংসার নামে কাউন্সিলরের সঙ্গে ছবি তুলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা কার্যালয়ে এ ঘটনার অভিযোগ এনে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সংবাদকর্মী।
কাজী আয়েশা ফারজানা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বোয়ালখালী উপজেলা প্রতিনিধি। তিনি এর আগে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। আর ‘হুমকিদাতা’ নাছের আলী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।
কাজী আয়েশা ফারজানা সারাবাংলাকে বলেন, ‘আজ (রোববার) দুপুরে আমি সংবাদ সংগ্রহের জন্য পৌরসভা কার্যালয়ে একটি কক্ষে যাই। আমাকে দেখে একজন চেয়ার থেকে উঠে গিয়ে আমাকে বসতে দেন। আমি পৌরসভার অনিয়ম-দুর্নীতির বিষয়ে কিছু তথ্য অনুসন্ধান শুরু করলে সেখানে থাকা কাউন্সিলর নেছার আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি আমাকে নগ্ন করে পিটিয়ে মারার হুমকি দেন।’
পৌরসভার কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশ করলে কাউন্সিলর নেছার আলী সব সাংবাদিককে এলাকাছাড়া করার হুমকি দেন বলেও অভিযোগ করেন আয়েশা ফারজানা।
ঘটনার পর তিনি বোয়ালখালী থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন জানিয়ে বলেন, ‘আমাকে প্রথমে হুমকিধমকি দেওয়া হয়, পরে মীমাংসার নামে আমাকে আরেক দফা অপমান করা হয়। আমাকে অনেকটা জোর করে পৌর মেয়রের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পৌর মেয়র এবং পুলিশ কর্মকর্তারা আমাকে জোর করে কাউন্সিলরের সঙ্গে ছবি তুলতে বাধ্য করেন। এ মীমাংসা আমি মানি না। পৌরসভা কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে আসল সত্য বের হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নাছের আলী সারাবাংলাকে বলেন, ‘উনার সঙ্গে একটু বাড়াবাড়ি হয়েছে। পরে মেয়র এসে মীমাংসা করে দিয়েছেন। এটা তেমন বড় কিছু নয়।’
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।’
সারাবাংলা/আইসি/পিটিএম