Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ট্রাকচাপায় মা-মে‌য়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১

বান্দরবান: বান্দরবা‌নের কালাঘাটার ফ‌া‌ন‌ছিঘোনায় ট্রাকচাপায় মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছেন। রোববার (১২‌ ফেব্রুয়ারি) বিকে‌লে কালাঘাটার ফান‌ছিঘোনায় এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় নিহ‌তরা হ‌লেন- আমেনা বেগম (৩৩) ও তার চার বছ‌রের প্রতিব‌ন্ধী মে‌য়ে। তারা ফ‌ান‌ছি ঘোনার এক‌টি ভাড়া বাসায় থাক‌তো ও আমেনা বেগম স্থানীয় এক‌টি মাদরাসায় রাধুঁনীর কাজ কর‌তো।

স্থানীয়রা জানায়, বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটার ফান‌ছি‌ঘোনা‌তে এক‌টি ট্রাক (টিএস) লট নম্বর ৭২ পার্কিং করার জন‌্য পিছ‌নের দি‌কে যায়। কিন্তু ওই সময় মা ও মেয়ে ট্রাকটির পেছনে ছিল। ফলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থ‌লেই তারা নিহত হ‌য়।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শ‌হিদুল ইসলাম জানান, ট্রাকচাপায় মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছে। ট্রাক‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। নিহ‌তের স্বামীকে খবর দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি আসার পর প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ট্রাকচাপা মা-মেয়ে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর