Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র জৈব রসায়নের ৮ শিক্ষক-শিক্ষার্থীর জাপান যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪

চট্টগ্রাম ব্যুরো: জাপানের বিখ্যাত নাগোয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একটি বিজ্ঞান বিনিময় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে আট সদস্যের একটি প্রতিনিধি দল। চবি’র জৈব রসায়ন ও অণুজীব বিজ্ঞানের অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান ও ক্যানসার গবেষণা ল্যাবের ‘প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর’ পদেও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিমানে জাপানে উদ্দেশে আট সদস্যের প্রতিনিধি দল যাত্রা করবে বলে জানিয়েছেন অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপান সাইয়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএসটি) ‘সাকুরা সাইয়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’র আমন্ত্রণে জাপানে যাওয়া প্রতিনিধি দলের বাকি সাত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও অণুজীব বিজ্ঞানের শিক্ষার্থী। এদের মধ্যে আছেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সোহানুর রহমান মিশন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওমর ফারুক, উম্মে নাসরিন, জয়িতা তঞ্চঙ্গ্যা ও তাসনীম মনোয়ারা তানজু, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুপালী আক্তার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিলুর রহমান।

তারা ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ‘ভর স্পেকট্রোমেট্রি দ্বারা গ্লাইকোপ্রোটোমিক্স প্রযুক্তি ব্যবহার করে ও-টাইপ গ্লাইক্যানের আধা-পরিমাণ নির্ধারণ’ শীর্ষক শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।

জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টেটসুয়া ওকাজিমা ও লেকচারার ইউকো তাসিমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও অণুজীব বিজ্ঞানের অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর