ট্রাক্টর-অটোভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫১
গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে ট্রাক্টর ও অটোভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিপাড়া নামক এলাকায় রেজাউলের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ঠুটিয়াপুকুর বাজারের শান্ত মিয়া (৩২) ও নড়াইল গ্রামের সেলিম মিয়া(৪০)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহনের যাত্রীবাহী বাসটি পলাশবাড়ীমুখী ট্রাক্টর (কাকড়া) ও অটোভ্যানে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার ঠুটিয়াপুকুর বাজারের শান্ত মিয়া নিহত হয়। আর নড়াইল গ্রামের সেলিম মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন এবং আহতদের পলাশবাড়ীসহ বিভন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/পিটিএম