Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফখরুলকে নেতা বানাতে চায় না খালেদা-তারেক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির পদযাত্রা কমর্সূচির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির কাজ হচ্ছে দিনের বেলায় পদযাত্রা, আর রাতের বেলায় অ্যাম্বেসিযাত্রা। রাতের বেলা বিভিন্ন অ্যাম্বেসিতে গিয়ে কূটনীতিকদের হাতে-পায়ে ধরা, এই হচ্ছে তাদের কাজ। এদেশে কোনো কূটনীতিক কখনো কাউকে ক্ষমতায় বসাতে পারেনি, পারবেও না। এই দেশের ক্ষমতার মালিক জনগণ।’

বিজ্ঞাপন

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারে না, পারে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে। বিএনপির কতটুকু শক্তি আছে আমাদের জানা আছে। তাদের আন্দোলন হচ্ছে নৈরাজ্য আর সন্ত্রাস। ২০১৩ থেকে ১৫ সালে অগ্নিসন্ত্রাসের পর এতদিন যারা আত্মগোপনে ছিল, তাদের আবার গ্রামগঞ্জে ফিরিয়ে এনে পদযাত্রা করছে বিএনপি।’

জনগণ অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতার চায় মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের ধরতে মাঝেমধ্যে পুলিশ অভিযান চালায়। প্রয়োজনে হুকুমদাতাদেরও ধরতে হবে। রাজনীতির নামে যারা অগ্নি সন্ত্রাস করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, মানুষের হাত-পায়ের রগ কেটেছিল, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব।’

বিএনপি মির্জা ফখরুলকে নেতা বানাতে চায় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো নির্বাচন করতে পারবেন না। তাই তারা নির্বাচনে গিয়ে মির্জা ফখরুলকে নেতা বানাতে চান না। বিএনপির পতাকাটা তারা মির্জা ফখরুল কিংবা অন্য কারও হাতে তুলে দিতে চান না। এজন্য তাদের নির্বাচন ভীতি পেয়ে বসেছে।’

‘আপনারা নির্বাচনে যাবেন না, নির্বাচন বর্জন করবেন। কিন্তু দেশবিরোধী কাজ করে সরকারকে বিদায় দিতে চাইবেন, সেটা হবে না। আপনারা সরকারের বিদায় চান, খুব ভালো কথা। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন।’

বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের ‘ক্ষমতার আলস্য’ ঝেড়ে জেগে ওঠার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতির পথে নেমেছি। ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না। জনগণের জন্য রাজনীতি করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক রাজপথে সবসময় থাকবে।’

হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন— উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সদস্য ইউনুছ গণি চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম, উত্তরের ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং উত্তরের মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বাসন্তি প্রভা পালিত প্রমুখ।

সারাবাংলা/আরডি/এনএস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর