Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০১

নাটোর: সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের জায়গা দখল করে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় রাস্তার দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণ করে মাইকিং করে। পরে ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়।

সারাবাংলা/এমও

অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর