Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৯

বাগেরহাট: জেলায় মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ১৩ বছরের এক কিশোরীকে ছুরিকাঘাত করার আভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম বাচ্চু মৃধা (৪৫)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার ঘরে ঢুকে এ ঘটনা ঘটায় বাচ্চু।

বিজ্ঞাপন

ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত বাচ্চু মৃধা উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় রহমান মৃধার ছেলে।

হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, ‘আজ ভোরে ভর্তি হওয়া কিশোরী মেয়েটির ডান হাটুর নিচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে খুলনায় স্থানান্তর করা হবে।’

ওই কিশোরীর পিতা বলেন, ‘রাতে তার মেয়ে ঘরে একা ছিল। রাত ২টার দিকে প্রতিবেশী ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।’

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোঁজ নেওয়া হচ্ছে। আমরা বর্তমানে অভিযানে আছি। অভিযোগ পেলেই মামলা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বাগেরহাট মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর