‘আওয়ামী লীগের শেষরক্ষা হবে না, বিদায় নিতে হবেই’
৯ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৪
চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-মামলা করে আওয়ামী লীগের ‘শেষরক্ষা’ হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কারাবন্দি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তির বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
দীপ্তির নিঃশর্ত মুক্তি দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ গ্রেফতার করে, মামলা করে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা করছে। কিন্তু তাদের শেষ রক্ষা হবে না। জনগণ তাদের ক্ষমতা থেকে বিদায় দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, জনগণের মানবাধিকার, ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।’
তিনি বলেন, ‘ভিন্ন মতের লোকজনের ওপর দমনপীড়ন চালিয়ে, গ্রেফতার করে, মামলা দিয়ে আওয়ামী লীগ আরেকটি একতরফা নির্বাচনের চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তাদের সেই চেষ্টা কখনো সফল হবে না। তাদের বিদায় নিতে হবেই।’
এ সময় নগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, শাহ আলম ,শফিকুর রহমান স্বপন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খসরু, নগর বিএনপির সদস্য মনজুর আলম চৌধুরী, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলাদল নেত্রী মনোয়ারা বেগম মনি ছিলেন।
এরপর আমীর খসরু সদ্যপ্রয়াত বিএনপি নেতা নুরুল আকবর কাজলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়া কারাবন্দি যুবদল নেতা নুর খান ও মো. সাকিব এবং সদ্য পিতৃহারা মো. মুরাদের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ড্যাব নেতা বেলায়েত হোসেন ঢালী এবং বিএনপি নেতা আব্দুল হালিম স্বপনের মাকেও দেখতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, সদস্য জয়নাল আবেদিন, নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম এ সময় আমীর খসরুর সঙ্গে ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম