Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধ্বংসস্তূপের নিচে ভাইকে ৩৬ ঘণ্টা আগলে রাখে মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৫

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মরিয়ম ও ইলাফ নামে দুই শিশু। সম্পর্কে তারা ভাই-বোন। ৩৬ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার হারামের বেসনায়া নামের ছোট্ট গ্রামে তাদের বাড়ি। ভূমিকম্পের সময় নিজ বাড়িতে শিশু দু’টি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

এক ভিডিওতে দেখা যায়, বড় বোন মরিয়ম উদ্ধারকারীদের প্রতি আকুতি করে বলছে, ‘আমাকে এখান থেকে বের করো। তোমাদের জন্য আমি সব কিছু করব। তোমাদের কাজের লোক হয়ে থাকব।’

এ সময় উদ্ধারকারীরা বলছিলেন, ‘না না, এমন কিছু হবে না।’

ধ্বংসস্তূপে চাপা থেকেও ছোট ভাইয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে মরিয়ম। ধ্বংসস্তূপের আবর্জনা যেন ভাইয়ের মুখে না লাগে এ জন্য তার হাত দিয়ে ছোট ভাইয়ের মুখ ঢেকে রাখছে।

শিশু দু’টির বাবা মুস্তফা জুহির আল-সায়েদ জানান, সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সময় তার স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়ে ছিল।

তিনি বলেন, ‘হঠাৎ ঝাঁকুনি অনুভব করি, ভবন ভেঙে আমাদের মাথার ওপর পড়ে। দুই দিন আমরা ভবনের ধ্বংসস্তূপের মধ্যেই ছিলাম। এমন এক অনুভূতির মধ্য দিয়ে আমরা এসেছি, যা অন্য কাউকে বোঝাতে পারবো না।’

মুস্তফা জুহির জানান, ধ্বংসস্তূপে চাপা পড়ে তার পরিবার কোরআন পাঠ করছিল এবং জোরে জোরে প্রার্থনা করছিল যাতে কেউ তাদের খুঁজে পায়।

তিনি বলেন, ‘লোকজন আমাদের খুঁজে পেয়ে আমার স্ত্রী-সন্তানদের উদ্ধার করেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা সবাই বেঁচে আছি। যারা উদ্ধার করেছেন তাদের ধন্যবাদ।’

ভিডিওতে দেখা যায়, মরিয়ম ও ইলাফকে উদ্ধারের পর লোকজন তাদের কম্বলে মুড়িয়ে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়াতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় এই দুই দেশ। এতে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ। এসব মানুষের বেশির ভাগই ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে।

ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত ৭০টি দেশ তুরস্ককে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ তুরস্ক-সিরিয়া ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর