Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ছাত্রলীগের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

চবি করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৮

সাংবাদিক মারজান আক্তারের ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সংবাদকর্মী মারজান আক্তার দৈনিক সমকালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

অভিযুক্ত ছাত্রলীগ বিশ্ববিদ্যালযের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মারজান আক্তার বলেন, ‘পেশাগত দায়িত্ব হিসেবে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের বাধা দেওয়ার ফুটেজ নিয়েছিলাম। তখন ছাত্রলীগের ভিএক্স গ্রুপের কর্মীরা চারপাশে ঘিরে এবং ভিডিও ডিলিট করতে বলে। আমি ডিলিট করতে অস্বীকৃতি জানালে হুমকি দেয়। আমার ব্যাগ টান দেয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সারাবাংলাকে বলেন, ‘যদি কোনো সংবাদকর্মীকে আমার কর্মীরা হেনস্তা করে তাহলে ব্যবস্থা নেব। এই আন্দোলনে আমার কোনো পক্ষে বিপক্ষে সংশ্লিষ্টটা নেই।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘সার্বিক বিষয়ে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। তারা যখন আন্দোলনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে পুলিশের টিম পাঠানো হয়েছে। পুলিশ সেখানে ছিল কি না, তদন্ত করলে জানতে পারব। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় তাই ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক হেনস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর