Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটের উৎপাদন বাড়াতে ৮ কোটি টাকার প্রণোদনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৩

ঢাকা: পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে আট কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সারা দেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনা মূল্যে পাটবীজ পাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাট বীজ বিনামূল্যে পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগির শুরু হবে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

উৎপাদন পাট প্রণোদনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর