Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ চুরি: ২ দেশের প্রতিবেদন এখনও পায়নি সিআইডি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৪

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনা মতিঝিল থানায় দায়ের করা মামলায় চার্জশিট জমা দেওয়া হয়নি এখনও। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ওই ঘটনায় সংশ্লিষ্ট দুই দেশের তদন্ত রিপোর্ট এখনও পায়নি তদন্তকারী সংস্থা। এজন্য মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে অপেক্ষা করছে তারা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিআইডির সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। এ জন্য আমরা জোর গলায় বলতে পারব না যে কে কত টাকা নিয়েছে কি করেছে। এটা তদন্তের পরেই জানতে পারবো।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা অবৈধভাবে টাকা পাচার করে সম্পাদ গড়েছেন বলে গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকার টাকা ফেরত আনা কিংবা তাদের শনাক্ত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনাক্তকরণের প্রক্রিয়া কিন্তু চালু রয়েছে, এটা বন্ধ নেই। যারাই অবৈধভাবে বিদেশে টাকা পাচার করছে, আমরা তাদের শনাক্ত করছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

বিজ্ঞাপন

এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন আদালত। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

সারাবাংলা/ইউজে/ইআ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সিআইডি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর