Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৬

ঢাকা: আন্দোলনের নামে কেউ যদি রাস্তায় বসে পরে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডির এক অনুষ্ঠান শেষ বের হওয়ার সময় গণমাধ্যমকে এসব কথা বলেন মন্ত্রী। ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণে এই আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখবো তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। রাস্তা-ঘাট বন্ধ না করে। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করে।’

জনগণের বিরক্ত হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এতে আমাদের আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করে- তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।’

সারাবাংলা/ইউজে/এমও

আন্দোলন কর্মসূচি টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর