Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে হেরোইনসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৫

শরীয়তপুর: জাজিরায় হেরোইনসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরহাট আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের কাছে মুনছুর মৃধার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় সাড়ে ২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

আটকরা হলো- জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া গ্রামের মুনছুর মৃধার ছেলে সোহেল মৃধা (৩০), অপরজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৩২)।

জাজিরা থানা সূত্রে জানা যায়, জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) মালমগীর হোসেন এবং উপ পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমীনসহ জাজিরা থানা পুলিশের একটি টিম এই অভিযান চালায়। এসময় হেরোইনসহ দু’জনকে আটক করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটকরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।

সারাবাংলা/এমও

মাদকবিক্রেতা শরীয়তপুর হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর