Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপড়ে এ দুর্ঘটনা ঘটে।

পলাশের সহকর্মী মো. রিপন জানান, পলাশের বাসা যাত্রাবাড়ী কাজলা স্কুল গলিতে। তারা যাত্রাবাড়ী ছামাদনগর এলাকায় সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রি।

তিনি আরও জানান, রাতে কাজ শেষ করে পলাশসহ চার সহকর্মী বাসায় ফিরছিলেন। কাজলা ব্রিজের ওপড়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে আসা টাটা কোম্পানির একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কাইয় গুরুতর আহত হন পলাশ। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে সহকর্মীরা তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেন নাই।

সারাবাংলা/এসএসআর/ইআ

সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর