Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহ্বান রওশনের

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৫

ঢাকা: সংসদে বিরোধী দলনেতা রওশন এরশাদ দুনীতি সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ সম্পুর্ণরূপে নির্মুলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বলার অপেক্ষা রাখে না দুনীতি দেশের অন্যতম বড় সমস্যা। এর বিরুদ্ধে সর্বাত্বক লড়াই আজ জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যধি। সংগ্রামে শামিল হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে না হলে এগুলো দূর করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি মনে করি।’

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

রওশন এরশাদ বলেন, ‘প্রবৃদ্ধি ৭.৫২ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় ইতিবাচক। মাথা পিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থ বছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ২৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জিডিপি কতটা কার্যকর তা নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে। শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই দেশে উন্নয়নের জোয়ার বইবে তা বলা যাবে না। সাধারণ মানুষের জীবন মানে কতটুকু উন্নতি হয়েছে তা দেখতে হবে। প্রবৃদ্ধি বিতর্কে না গিয়ে সরকারের উচিত হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে বৈষম্য কমবে সাধারণ জনগণ উপকৃত হবে। দেশের মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের রক্ষা করতে হলে এমন পদক্ষেপ নিতে হবে যেন কৃষক ন্যায্য মুল্য পায় ভোক্তারাও সহনীয় দামে খাদ্য শস্য কিনতে পারে। এ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে খদ্য শস্যের দাম সহনীীয় পর্যায়ে রাখতে হবে সরকারকে।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘করোনা পরিস্থিতির পর ইক্রেন-রাশিয়া যুদ্ধ এ সব বিষয়ে রাষ্ট্রপতি তার তার ভাষণে যে সব কথা বলেছেন তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। এগুলো আমাদের জন্যই নয় সারা বিশ্বের জন্যও প্রাসঙ্গিক। এগুলোকে মোকাবিলা করতে আমাদের সতর্কভাবে প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, ‘সাস্প্রতিক কালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্য মুল্য। ক্ষতিগ্রস্থ হবে রফতানি খাত। এ সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুদের অপরিবর্তিত রাখা উচিত ছিলো। আমি আশা করব বিষয়টি পুনঃবিবেচনা করবে সরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাতীয় সংসদ বিরোধী দল রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর