Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নাজিম উদ দৌলা সাদীর মা মারা গেছেন

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯

ঢাকা: ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন) নাজিম উদ দৌলা সাদীর মা খায়রুননেছা (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খায়রুননেছা মারা যান।

খায়রুননেছা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তিনি উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

নাজিম উদ দৌলা সাদী বলেন, ‘মায়ের দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল। চিকিৎসকের পরামর্শে প্রতি সপ্তাহ ডায়ালাইসিস চলছিল। এরইমধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে পারিবারিক গোরস্তানে খায়রুননেছাকে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

মৃত্যুকালে স্বামী আট-ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খায়রুননেছা। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আ. খালেক লস্কর।

সারাবাংলা/একে

ডিএসইসি নাজিম উদ দৌলা সাদী সাদী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর