তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৭
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিস্তৃত অঞ্চলজুড়ে চলছে উদ্ধার অভিযান। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে জীবিতদের। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত তুরস্কে ১১ হাজার ভবন ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তুরস্কের এক কর্মকর্তা।
সর্বশেষ সরকারি হিসাবে বলা হয়, দক্ষিণ তুরস্কে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৪১৯। ওই অঞ্চলে আহত উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৪২৬ জনকে।
এর আগে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকতায় জানান, এ পর্যন্ত ৭ হাজার ৮৪০ জনকে ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সিরিয়ায় উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ পর্যন্ত ১৬০২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। দেশটিতে আহত প্রায় ২৪০০ বলে জানিয়েছেন তারা। তুরস্ক ও সিরিয়ায় সবমিলিয়ে এ পর্যন্ত ৫ হাজার ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ৭.৮ মাত্রার কম্পনটি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ থেকে ১১ মাইল গভীরে এ কম্পনের উৎপত্তি।
পরে আরেকটি কম্পন অনুভূত হয়, সিসমিক স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। এই কম্পনের কেন্দ্রস্থল ছিল কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায়। এর পরে আরও কয়েকটি ছোটবড় আফটারশক অনুভূত হয়।
এ সংক্রান্ত অন্যান্য খবর
- তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত শতাধিক
- ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বেড়ে ৬০০
- তুরস্ক-সিরিয়া যেন ধ্বংসস্তূপ, ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৭২
- মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া: ভূমিকম্পে প্রাণহীন ১৮০০, নিখোঁজ অনেকে
- ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ৪ হাজার ৩০০
- ভূমিকম্পের পর ভারি বৃষ্টি-তুষারপাত তুরস্কে, উদ্ধার অভিযান ব্যাহত
সারাবাংলা/আইই