Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নুরএলাহি মিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭

ঢাকা: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে নিয়োগ পেলেন বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. নুরএলাহি মিনা। তিনি ২৪তম বিসিএস (তথ্য) কর্মকর্তা হিসাবে বাংলাদেশ বেতার উপপরিচালক হিসেবে যোগদান করেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘তাকে (নুরএলাহি মিনা) বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

নুরএলাহি মিনা ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাট্টাইধোবা গ্রামে জন্মগ্রহণ করেন।

সারাবাংলা/এনআর/ইআ

নুরএলাহি মিনা প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর