জ্বলছে হাওয়াই, স্থানীয়দের আশ্রয় কমিউনিটি সেন্টার
৪ মে ২০১৮ ১৫:২১ | আপডেট: ৪ মে ২০১৮ ১৮:৪৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ঢাকা: প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র হাওয়াইয়ে অগ্নুৎপাতের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে ১ হাজার ৭শ’ পরিবারকে স্থানান্তর করা হচ্ছে।
আবাসিক এলাকার খুব কাছে শুক্রবার (৪ মে) কিলাউয়া পর্বত থেকে হঠাৎ লাভা বের হতে শুরু করলে স্থানীয়দের সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের নিরাপদ আশ্রয়ে নিতে স্থানীয় কমিউনিটি সেন্টার খুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, স্থানীয়দের আগেই সতর্ক করেছিল কর্তৃপক্ষ। তাদের বলা হয়েছিল, স্বল্প সময়ের নির্দেশে তাদের ঘর ছেড়ে আসার প্রস্তুতি রাখা উচিৎ।
হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইজি জানিয়েছেন, স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ন্যাশনাল গার্ডের সহায়তায় ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ কাজ করে যাচ্ছে।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook