Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করবে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৩

ঢাকা: আগামী সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান সীমানাকেই খসড়া হিসেবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।’

ইসি সচিব বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সীমানা ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে সেগুলো এবং ইতিমধ্যে অনেকেই নিজ উদ্যোগে যে সমস্ত আবেদন দিয়েছেন সে সমস্ত আবেদনগুলো নিয়ে শুনানি করা হবে। পরে বিধি-বিধানের আলোকে চূড়ান্ত এলাকা ঘোষণা করা হবে।’

সংসদীয় আসনে কাটাছেঁড়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে। কারণ আমরা ফয়সালাটা চূড়ান্তভাবে প্রকাশ করবো আগেরটা। এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে সেই আপত্তি এবং ইতিমধ্যে নিজ থেকে যে আবেদনগুলো পড়েছে, সেগুলো শুনানি অন্তে আমরা বলতে পারবো আসলে কয়টায় কী হয়েছে।’

খসড়া দ্রুতই প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেবো। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে। এরপর যে আইন আছে প্রথম হচ্ছে ভৌগলিক অখণ্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা চতুর্থত জনসংখ্যার ঘনত্ব। এ সবগুলোর বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ইসি খসড়া প্রকাশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর