চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা
৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১০
ঢাকা: চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের কমিটিতে এস এম রাশেদুল আলমকে সভাপতি ও মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি: সামসুদ্দোহা সিকদার আরজু, মো. নুরুল মোস্তফা মানিক, অ্যাড. দীপক কান্তি দত্ত, রাজিবুল আহসান সুমন, মো. মিজানুর রহমান, মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবলু, আশেক ই ইলাইহী সোহেল, মো. মোশারফ হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক: সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, মো. এরশাদ হোসেন, আব্দুল করিম।
সাংগঠনিক সম্পাদক: আবুল বসর, মো. ফোরকান, এম এ খালেদ চৌধুরী, মো. আবু তৈয়ব।
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জি. মো. শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণ সম্পাদক মো. সাহেদ সরওয়ার, সমাজকল্যাণ সম্পাদক মো. রাশেদ খান, সাংস্কৃতিক সম্পাদক মো. ওসমান চৌধুরী, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এম আল নোমান, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন মান্না, পরিবেশ সম্পাদক ইঞ্জি. মো. হাছান মুরাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবু সৈয়দ। সদস্য: অ্যাড. এস এম অহিদুল্লা, মো. ফজলে কাদের, বাবলু।
যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/আইই