Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ফসলি জমিতে প্রকল্প নেওয়া যাবে না— প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৩

ঢাকা: তিন ফসলি জমিতে কোনো প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি। পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তিন ফসলি জমিতে কোনো ধরনের প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল দফতর, মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্ধারিত আলোচ্যসূচির বাইরে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে তিন ফসল উৎপাদন হয় এমন জমিতে নানা ধরনের উন্নয়ন প্রকল্প, স্থাপনা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বা আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ভবন তৈরির প্রস্তাব আসছে মন্ত্রণালয়ে।’

মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। এসব জমিতে প্রকল্প নেওয়া যাবে না। এগুলো সংরক্ষণ করতে হবে।’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আমরা নিয়মিত মনিটর করব বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি-বেসরকারি সব পর্যায়েই কি নির্দেশনা রয়েছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনো ক্ষেত্রেই প্রকল্প হতে পারবে না। সরকারি-বেসরকারি সব পর্যায়ের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। প্রকল্প নেওয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে। তিনিও এ বিষয় মনিটর করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ তিন ফসলি জমি নির্দেশ প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর