Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘চৌধুরী এমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে হারালো।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমদাদুল হকের বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এমদাদুল হক তিন ছেলে ও এক কন্যা সন্তানের বাবা ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ এমদাদুল হকের মৃত্যু প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর