Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে খুনের পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১১

ঠাকুরগাঁও: শহরের শান্তিনগর মহল্লায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে গোলাম আজম (২৯)। তবে ঘাতক ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

নিহত ফজলে হক (৭০) চার ছেলে ও ২ মেয়ের বাবা। ঘাতক গোলাম আজম তার দ্বিতীয় ছেলে। সে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা শেষে তিনি দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোলাম আজম তার বাবাকে শয়নকক্ষে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে ছুরিকাঘাতও করে সে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বলেন, ‘গোলাম আজম তার বাবাকে হত্যা পর থানায় এসে আত্মসমর্পণ করে। ঘাতক গোলাম আজম মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। নিহত ফজলে হকের মরদেহ ময়নাতন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

আত্মসমর্পণ বাবাকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর