Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বেড়ে ৬০০

আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫০

তুরস্ক ও সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ শতাধিক।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানতেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ ভাগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর বিবিসি’র।

প্রাথমিকভাবে ভূমিকম্পে দুই দেশে ৬ শতাধিক মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে রয়েছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়েত ওকেতে বলেছেন, ‘ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে।’ প্রাণহানির ঘটনা আরও বাড়বে বলে শঙ্কা জানিয়েছেন তিনি।

এদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত ৩২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং তারতুসেই এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে আরও ৬০০ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অংশে প্রাণহানির বিষয়ে কিছু জানা নেই।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত শতাধিক

সারাবাংলা/এমও

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর